Friday, May 15, 2020

প্রেমের উপন্যাস লেখক তানভীর

 পৃথিবীতে শেষ জামানা চলে এসেছে।  আগে দেখা যেত ছেলেরা মেয়েদের পিছে ঘুরে কিন্তু এখন দেখা যাচ্ছে   মেয়েরা ছেলেদের পিছে ঘুরে।  ছেলেরা এখন অনেক ভয় পায় ।  কারণ ব্যস্ত শহরে   ছেলেদের পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচ জোগাড় করতে হয়। যুগ সময় কোন কিছুই কিন্তু বদলায় না।  মানুষ পরিবর্তনশীল ।  বিভিন্ন অজুহাতে মানুষ  নানা ধরনের কাজ করে থাকে  যেমন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে  আমাদের বাংলাদেশের সবাই সবকিছু দাম বাড়িয়ে ফেলেছে ।  কিন্তু আমরা কি সবকিছু  রাশিয়া থেকে কিনি?  আমাদের দেশটা সার্বভৌমত্ব দেশ।  আর এসব বিষয়বস্তুকে কেন্দ্র করে  আমারে প্রেমের উপন্যাস  যা সাম্প্রতিক বিশ্বে  অদূর ভবিষ্যতে ঘটবে অবশ্যই।  

চরিত্র  মামা: জিএম নাসির, বাবা: আবু হানিফ, মা: আনোয়ারা বেগম, বোন: নীলিমা আফরোজ, নায়িকা/স্ত্রি: নিম্মি। নায়ক/স্বামী: তানভীর আহম্মেদ সুজন।, বন্ধু : দুলাল, জেট্টস: ডা: নুসরাত, শশুর: নুরুল আলম, শাশুড়ি: রেনু।

পুরো গল্পটি পেতে  এই পৃষ্ঠায় থাকুন। 

No comments:

Post a Comment